
কুমিল্লায় কর্মরত এসআই/নিংওয়াই মারমা সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, চোর, ছিনতাইকারী, ডাকাত গ্রেফতারের ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দাউদকান্দি মডেল থানার চারিপাড়া চৌমুহনী বাজারের সরকার মার্কেটস্থ “সরকার কসমেটিক্স এন্ড রেন্ট এর কার” নামক দোকানের মালিক নুর মোহাম্মদ এর নিকট একটি আগ্নেয়াস্ত্র পিস্তল আছে। বর্তমানে আগ্নেয়াস্ত্র পিস্তলটি তার উল্লেখিত দোকানেই রয়েছে মর্মে জানতে পারেন। বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
উক্ত তথ্যের প্রেক্ষিতে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের দিকনির্দেশনায় ও অতি: পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এর প্রত্যক্ষ তত্ত্ববধানে এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা এর সার্বিক সহায়তায় ও জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকশ টিম গত ০৫/১১/২০২৪খ্রিঃ রাতে দাউদাকান্দি মডেল থানার চারিপাড়া চৌমুহনী বাজারের সরকার মার্কেটের “সরকার কসমেটিক্স এন্ড রেন্ট এর কার” নামক দোকানে অভিযান পরিচালনা করে আসামী নূর মোহাম্ম (৪০), পিতা- মৃত মোফাজ্জর আলী, মাতা- জাবেদা খাতুন, গ্রাম-চারিপাড়া (সরকার বাড়ী), থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার দোকান তল্লাশি করে তার দোকানের ভিতরে থাকা খাটের নিচে বিশেষ কৌশলে তৈরী করা বক্সের ভিতর লুকিয়ে রাখা অবস্থায় ০১। একটি বিদেশী পিস্তল, ০২। একটি পিস্তলের ম্যাগজিন ও ০৩।০৮ (আট) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে দাউদকান্দি মডেল থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।
উদ্ধারকৃত মালামাল:-
০১। একটি বিদেশী পিস্তল (যার নলের একপাশে JAGDAMBA এবং অপর পাশে GLOCK 7.65 INDIA)। ০২। একটি পিস্তলের ম্যাগজিন।
০২।০৮ (আট) রাউন্ড গুলি ।
আসামীর নাম ও ঠিকানা:-
১। নুর মোহাম্ম (৪০), পিতা- মৃত মোফাজ্জর আলী, মাতা- জাবেদা খাতুন, গ্রাম-চারিপাড়া (সরকার বাড়ী), থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা।