
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১নং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাসানগঞ্জ নামক স্থানে দীর্ঘ প্রায় দেড় যুগ পর বিপ্লব ও সংহতি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করেন।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।এতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে এক আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের সংঘটিত বিপ্লব ও সংহতি দিবসের পটভূমি নিয়ে ব্যাপক আলোকপাত করেন। এতে ১নং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম এ গাফফার মোল্লার সভাপতিত্বে ও মোঃ বেলায়েত হোসেন সবুজের সঞ্চালনায় ঘন্টাব্যাপি চলা আলোচনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নজমুল হুদা, বিএনপি নেতা আফজাল হোসেন, নুরুন্নবী মিয়া, জাহিদুল ইসলাম জাহিদ, মিথেন, সবুর খান, ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম রেজা সহ আরো অনেকে।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।