
সত্যের ঠিকানা
লেখক শামীম আহমেদ
সাঁথিয়া, পাবনা
সত্যের পথে চলতে গিয়ে,
করছে যারা জীবন ক্ষয়।
কষ্টের মধ্যে হবে তাদের,
মানবের পরিচয়।
নিজের জীবন বিসর্জন দিয়ে,
চলছে যারা সঠিক পথে।
শক্র কেন হামলা দিচ্ছে,
তাদের বিরুদ্ধে দিন ও রাতে।
সংগ্রামে লিপ্ত হয়ে,
করছে অনেক মৃত্যবরণ।
হাল জামানার চালে পরে,
ভুলছে তাদের খোদা স্মরণ।
পথ ভ্রষ্টদের পথে এনে,
করতে হবে প্রতিরোধ।
শাস্তি দিতে যারা,
করছে পথে অবরোধ।
সত্যের মিথ্যার পথে যারা,
বাস করছে পৃথিবীর তরে।
মিলে মিশে থাকলে পারে,
স্বর্গ আসবে কুড়ে ঘরে।