
নিশুতি কবিতা
” শতক আরিফ ”
নিশুতি রাতে কবিতারা কিঞ্চিৎ বড় হয়
কিছুটা নখের মত ধারালো বটে-
ছিঁড়ে খেতে চাই জাত-বেজাত অত্যাচারী ভাব —
নিশুতি রাতে কবিতারা খুনি হয়ে উঠে
রক্তের কালিতে দেয়ালে দেয়ালে লিখে দিতে চাই মানবতায় মুক্তি —
লিখে দিতে চাই মানবতায় সভ্যতা —
নিশুতি রাতে কবিতারা বড় হতে চেয়ে কাপুরষ হয়ে বেঁচে রয় —
খোড়াধরা দিয়াশলাই’য়ে নিকোটিন পুড়ে সগৌরবে অন্ধকারে —
ধোঁয়া উড়ে
কবির ঠোঁটে যাতনা পুড়ে —
অতঃপর নিশুতি রাত লুটিয়ে পড়ে ধূম্রজালে
মেঘে ঢাকা অম্বরে !!