রামগড়ে মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ । ৫:৪৪ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার রামগড় থানাধীন পৌরসভা ৯ নং ওয়ার্ডের দারাগো পাড়া এলাকায় বিশেষ অভিযানে মাদক মামলার পলাতক আসামী মোঃ নুরুন্নবী (৩৬) গ্রেপ্তার হয়েছেন। রামগড় থানা পুলিশের একটি আভিজানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৮.৪০টায় তাকে আটক করে।

রামগড় পৌরসভা ১ নং ওয়ার্ডের শ্মশানটিলা (শামুকছড়া) এলাকার বাসিন্দা ধন মিয়ার ছেলে মোঃ নুরুন্নবীর বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে। তাকে আবুল বশরের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১,১৯০ টাকা উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল মহোদয়ের দিক নির্দেশনায় জেলার মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে রামগড় থানা পুলিশ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন