কেন্দ্রীয় জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদকের আগমনে আক্কেলপুরে আনন্দ মিছিল

রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ । ৬:৩৬ অপরাহ্ণ

জয়পুরহাটের আক্কেলপুরে কেন্দ্রীয় জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামের নিজ গ্রামে আগমন উপলক্ষে আনন্দ র‍্যালী করেছে তার অনুসারিরা।

শনিবার(০৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে আক্কেলপুর স্টেশনে ট্রেনে পৌছালে তাঁকে সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করে নেন। পড়ে তার অনুসারিরা স্টেশন থেকে শুরু করে সিদ্ধিরমোড় পর্যন্ত একটি আনন্দ র‍্যালী করেন। সেই সাথে কেন্দ্রীয় জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এলাকার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।

এসময় আক্কেলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, বিএনপি নেতা ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, বিএনপি নেতা আমিনুর রশিদ ইকুসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন