লালপুরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে চুরি

লালপুর (নাটোর) প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ । ৬:৪২ অপরাহ্ণ

নাটোরের লালপুরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (১০ নভেম্বর) সকালে ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ ডিজটাল সেন্টারে চুরির বিষয়টি জানা যায় ।

ডিজিটাল সেন্টার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অফিসের কাজ শেষ করে উদ্যোক্তরা রুম তালাবদ্ধ করে চলে যান। রবিবার সকালে ডিজিটাল সেন্টারে এসে দেখতে পান রুমের তালা ভেঙ্গে চোরেরা সিপিইউ, মনিটর ও ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে।

২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা গোলাম কিবরিয়া জানান, প্রতিদিনের ন্যায় তিনি বৃহস্পতিবার অফিসের কাজ শেষে রুম তালাবদ্ধ করে বাড়ি চলে যান। রবিবার সকালে এসে দেখতে পান রুমের তালা ভেঙ্গে চোরেরা রুমের ভিতরে প্রবেশ করে ২টি সিপিইউ,১টি মনিটর ও ১টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার রাত হতে শনিবার পর্যন্ত যে কোন সময়ের মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে।

২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালের পর থেকে শনিবার পর্যন্ত অফিস বন্ধ ছিলো। রবিবার সকালে অফিসে আসার পর চুরির বিষয়টি জানতে পেরে ঊদ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।

ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু জানান, সকালে ডিজিটাল সেন্টারের তালা ভেঙ্গে কম্পিউটার, মনিটর ও ল্যাপটপ চুরি বিষয়টি জানার পর লালপুর উপজেলা নির্বাহী আফিসার ও থানা পুলিশকে অবগত করেছি।

লালপুর থানার ওসি রফিকুল ইসলাম (তদন্ত) জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে চুরির অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। চুরির ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা অব্যাহত আছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন