পদ ফিরে পেলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ । ৭:৫০ অপরাহ্ণ

ফরিদপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পদ স্থগিত করেছিল বিএনপি। রোববার (১০ নভেম্বর) কৃষক দলের সাধারণ সম্পাদক পদ শহিদুল ইসলাম বাবুলকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পদ ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় বাবুল বলেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাবুলের পদ স্থগিতাদেশ প্রত্যহার বিষয়ক চিঠিতে বলা হয়, গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপির সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

তবে উল্লেখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো। আপনি এখন থেকে দলের নীতি শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন