ফুলদী চাইল্ড এডুকেশন ইনষ্টিটিউটের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ । ৯:২৯ অপরাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জের ফুলদী চাইল্ড এডুকেশন ইনষ্টিটিউটের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি মোয়াজ্জেম হোসেন রাসেলের সভাপতিত্বে ও আবুল কালাম খান তুষারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন খান কচি মিয়া, আবুল হাসেম খান, মো. ফেরদৌস খান, নাজমিউদ্দিন আহমেদ, মাওলা আলী খান রাজীব উপস্থিত ছিলেন।

দুই শতাধিক শিক্ষার্থী ও শতাধিক অভিবাবকের অংশগ্রহনে এ অনুষ্ঠানে কবিতা আবৃতি, পবিত্র কোরআন তেলাওয়াত, একক ও দলীয় অভিনয়, একক ও দলীয় নৃত্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরুষ ও মহিলা অভিভাবকদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরা উপস্থিত কুইজে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন ফাউন্ডেশন বেসরকারী বৃত্তি পরীক্ষায় ফুলদী চাইল্ডের ৪৬ জন শিক্ষার্থী কৃতিতের সাথে উত্তীর্ণ হওয়ায় তাদের ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর মেধাতালিকায় পরবর্তী ক্লাবে উত্তীর্ণদের বিশেষ পুরস্কারে ভুষিত করেন মাওলা আলী খান রাজীব।

ফুলদী চাইল্ড এডুকেশন ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম খান তুষারআমাদের প্রতিনিধি কে জানান আমার প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতা সবসময়ই করে থাকি,পরবর্তীতেও আমার প্রতিষ্ঠানে এ-ই সকল অনুষ্ঠান চলমান থাকবে ইনশাআল্লাহ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন