দৌলতপুরে নতুন ইউএনও আব্দুল হাই সিদ্দিকীর যোগদান

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ । ১:০৮ অপরাহ্ণ

কুষ্টিয়ার দৌলতপুরে নতুন ইউএনও মো. আব্দুল হাই সিদ্দিকী যোগদান করেছেন।১০ নভেম্বর, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন।

এর আগে তিনি কুমিল্লার জেলার লাকসাম উপজেলায় কর্মরত ছিলেন। বদলি সূত্রে মো. আব্দুল হাই সিদ্দিকী দৌলতপুর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বরিশাল জেলায় বদলি হওয়ায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের পদটি শূন্য হয়।

শূন্য পদে মো. আব্দুল হাই সিদ্দিকী যোগদান করলে দায়িত্ব বুঝে দেন পদোন্নতি পেয়ে বদলি হওয়া মো. ওবায়দুল্লাহ।

দৌলতপুরের নতুন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর বাড়ি পাশ্বর্বর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলায়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন