
নীলফামারীর ডোমারে প্রেম করে বিয়ে। ৫ মাসের সংসারে স্বামী স্ত্রীর খুনসুটি। রাগ করে স্ত্রী চলে এলো বাবার বাড়ি। ক্ষিপ্ত স্বামী এসে স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলো। পালিয়ে যাবার সময় গ্রামবাসীর হাতে আটক হয় স্বামী।
ঘটনাটি ঘটেছে সোমবার (১১ নভেম্বর) রাত সারে ৯টার দিকে জেলার ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী গ্রামের মাহিমাগঞ্জ ডাঙ্গাপাড়া গ্রামে। এদিকে এলাকাবাসী আটক স্বামী নুরন্নবীকে রাতেই ডোমার থানায় পুলিশের কাছে হস্তান্তর। স্বামী নুরন্নবী নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের টুপামারী দক্ষিনপাড়া গ্রামের তছির উদ্দিনের ছেলে। স্ত্রী শিল্পী বেগম জেলার ডোমার উপজেলার মাহিগঞ্জ ডাঙ্গা পাড়া এলাকার আজিজুল ইসলামের মেয়ে।
জানা যায়, নুরন্নবী(২৮) ও শিল্পী আক্তার(২৩) রাজধানীর একটি তৈরী পোষাক কারখানায় কাজ করতো। সেখানেই তাদের প্রেম। গত ৫ মাস আগে তারা বিয়ে করে। উভয় পরিবার বিয়ে মেনেও নেয়। কিন্তু স্ত্রীর ফেসবুকে অন্য ছেলের সাথে সর্ম্পক নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃস্টি হয়।এই কলহের কারনে দুই দিন আগে স্ত্রী তার বাবার বাড়ি আসে। ঘটনার দিন সোমবার (১১ নভেম্বর) বিকালে নুরন্নবী শ্বশুড়বাড়ি যায়। এ অবস্থায় রাত ৯টার দিকে স্বামীকে রাতের ভাত খেতে ফিরে যেতে বলে স্ত্রী। তখনি শুরু হয় স্বামী স্ত্রীর তুমুল বিবাদ। এরপর ক্ষিপ্ত স্বামী রান্না ঘরে থাকা তরকারিকাটা ছুরি হাতে নিয়ে স্ত্রীর গলায় ও ঘারে টান মারে। এরপর দৌড়ে পালাতে গিয়ে পাশ্ববর্তী তেলিপাড়া গ্রামের মানুষজন তাকে আটক করে। এদিকে গুরুত্ব আহত স্ত্রী শিল্পীকে ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করায় পরিবার।
সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।শিল্পীর বাবা জানান, ঘটনার কিছুক্ষন আগে আমি মাহিমাগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরে আসি। জামাই নুরন্নবী আমার সাথে ভালমন্দ কথা বললো। এ সময় আমার মেয়ে তাকে রাতের ভাত খেতে ডাকে। কি হতে কি হলো বুঝার আগেই দেখি রক্তাত্ব আমার মেয়ে চিৎকার করছে আর জামাই দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর গ্রামের মানুষজন তাকে আটক করে পুলিশ ডেকে এনে ধরিয়ে দেয়। তিনি বলেন তার মেয়ে রংপুর মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মঙ্গলবার (১২ নভেম্বর ) এ ব্যাপারে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, নূরনবী তার স্ত্রীর গলাকেটে দিয়েছে। তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়া চলমান।