চিলাহাটিতে আগুনে পুড়ে ছাই দিনমজুরের বাড়ি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ । ৬:২৪ অপরাহ্ণ

নীলফামারীর ডোমার উপজেলায় আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে পথে নেমেছে এক অসহায় কৃষি শ্রমিক।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিন চান্দিনাপাড়া গ্রামে।

জানা যায় বিদ্যুতের সর্ট সার্কিটে দিনমজুর মোস্তফার ছেলে রবিউল ইসলামের দুইটি টিনের ঘর আসবাপত্র, ও এনজিও থেকে ঋণ নেয়া নগদ ৩৫ হাজার টাকা পুড়ে ছাই হয়।

চিলাহাটি ফায়ারসার্ভিসের ইনচার্জ আতাউর রহমান,জানান খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই বাড়ির প্রবেশের মাটির রাস্তা সরু হওয়ায় সেখানে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি।

কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান জানান, আগুনে ওই দিনমজুরে দুটি ঘর,সকল আসবাবপত্র ও ঋণের টাকা সহ সর্বমোট ৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এতে পরিবারটি পথে বসেছে। তাকে সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন