
রবিবার (২৯ অক্টোবর) হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের বিক্ষুব্ধ মিছিল থেকে লালমনিরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, লালমনিরহাট জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার বিএনপির তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন বিকেলে লালমনিরহাট মিশন মোড় এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা মহিলা আওয়ামী লীগ। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা।
প্রতিবাদ সমাবেশে থেকে বক্তারা জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে সন্ত্রাসের ‘গডফাদার’ আখ্যা দিয়ে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।