নাসিরনগরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
প্রকাশের সময়: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪ । ৫:৫৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনা নাছরিন।

বুধবার (১৩ নভেম্বর)বিকাল ৪ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন নাসিরনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. আজিজুর রহমান চৌধুরী,দৈনিক কালবেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদ,যুগান্তর প্রতিনিধি মনির হোসাইন, আজকের প্রতিনিধি বরুন সরকার,দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, দৈনিক রুপালী বাংলাদেশ প্রতিনিধি আহাম্মদ হোসেন চৌধুরী,দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শামীম আল মামুন, দৈনিক বর্তমান প্রতিনিধি মো. আবদাল মিয়া,দৈনিক এই বাংলা প্রতিনিধি মো. পারভেজ, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি নয়ন কুমার দাস ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তী প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, যে কোনো সমস্যা সমাধানে আমি বিশ্বাসী।নাসিরনগর উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন