ভূরুঙ্গামারীতে প্রধান শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ । ৮:০৯ অপরাহ্ণ

কুড়িগ্রাম জেলায় ভূরুঙ্গামারী উপজেলা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, ভুরুঙ্গামারী উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত।

প্রধান শিক্ষকদের পরোক্ষ ভোটে নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৪ নভেম্বর ২০২৪ তারিখে ভুরুঙ্গামারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব সাইফুর রহমান, প্রধান শিক্ষক, পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব আলফাজ আলম, প্রধান শিক্ষক, সোনাহাট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নির্বাচনের পর, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সমিতির পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য যে এ কমিটির মেয়াদ ৩ বছর।

সভাপতির সকলের সহযোগিতা চেয়েছেন এবং বলেন এই ৩ বছর যেন প্রধান শিক্ষকদের কল্যাণে তিনি কাজ করে যেতে পারেন,সেই আশাবাদ ব্যক্ত করেছেন

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন