
রগুনার আমতলী শহরের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাতাকাটা নুরুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ঠাকুর (৫২) রবিবার রাতে উপজেলার পাতাকাটা গ্রামের রাজেশ্বর কবিরাজ বাড়ীর কীর্তন অংশগ্রহন করার পর রাত সাড়ে ১১ টার সময় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মত্যু বরন করেন। মত্যু কালে তিনি স্ত্রী দুই মেয়ে রেখে যান।
আজ সোমবার সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের জগৎ চাঁদ গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন হয়।