নাসিরনগরে চোরাই মালসহ দুই ছিচকে চোর আটক

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ । ২:০৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চোরাই মাল সহ দুই ছিচকে চোরকে আটক করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার ৩ নং কুন্ডা ইউনিয়নের একটি মুদির দোকান হতে তৈল, সাবান, সিগারেট সহ বিভিন্ন মালামাল চুরি হয়। এমন খবরে সোমবার (১৭ নভেম্বর) রাত ৮ ঘটিকায় নাসিরনগর থানা পুলিশ অভিযান চালিয়ে হৃদয় মিয়া ও জুয়েল কাজি নামে দুই চোরকে আটক করে। ওই সময় তাদের কাছ থেকে মুদির দোকান থেকে চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করে পুলিশ।
তাদের নিকট হইতে বিভিন্ন ব্রান্ডের ৪৮ (আট চল্লিশ) প্যাকেট সিগারেট,আকিজ বিড়ির বান্ডেল উদ্ধার করা হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আমাদের নিয়মিত ভাবে মাদক ও চুরির বিরুদ্ধে অভিযান চলছে। সোমবার মুদির দোকানের মালামাল চুরির দায়ে দুইজনকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন