কালীগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ । ৫:৪৭ অপরাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের বাসাবাসী এলাকার পূর্বাচল উপশহরের ১৫ নং সেক্টরের ৫৬ নং ব্রিজের পাশের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

ওসি বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে পূর্বাচলের ১৫ নং সেক্টরের ৫৬ নং ব্রিজের পাশের লেকের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ অজ্ঞাত ওই যুবকের মরদেহটি উদ্ধার করে। নিহতের গায়ে কালো ফুলহাতা গেঞ্জি পড়া অবস্থায় ছিলো। ধারণা করা হচ্ছে নিহত যুবকের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে।

নিহতের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন