মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী “মিজানুর” গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ । ৫:৫৫ অপরাহ্ণ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২১ নভেম্বর ২০২৪ ইং তারিখ ০২:০০ ঘটিকায় রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাদীন আমনুরা এলাকায় অভিযান পরিচালনায় র‌্যাবের দায়েরকৃত মাদক মামলায় ১০ সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মিজানুর রহমান (৪৩), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মোছাঃ রুমালী বেগম, সাং-ঝিলিম (ডোমপাড়া), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে।

উল্লেখ্য, আটককৃত আসামী একজন পেশাদার শীর্ষ মাদক ব্যবসায়ী। গত ২৬ জানুয়ারি ২০২২ ইং সনে মাদক বিক্রয় এবং সংক্ষণের সময় ৯৩৫ গ্রাম হেরোইন সহ র‌্যাবের টহল দলের নিকট হাতেনাতে গ্রেফতার হয় এবং পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তার নামে একটি মাদক মামলা দায়ের হয়। পরবর্তীতে উক্ত আসামী জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাকে ১০ বছরের কারাদন্ড প্রদান এবং ৩০০০/- টাকা অনাদায়ে আরও ০৩(তিন) মাসের কারাদন্ড প্রদান করেন।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন