
নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর, ২০২৪) বিকেলে উপজেলার বেরিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কলামের সভাপতিত্বে ও লালপুর থানা যুব দলের সাবেক সহ সভাপতি মশিউর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আরিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার।
এসময় বক্তারা বলেন, ‘এতদিন বিএনপির নেতা কর্মীরা অনেক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। এখন আর কোন হয়রানি, জুলুম, নির্যাতন সহ্য করা হবে না। দলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হান্নান মাষ্টার, ৩নং ওয়ার্ড় ইউপি সদস্য আব্দুল হান্নান, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তাক আহম্মেদ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মান্নাফ আলী, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা এবং ছাত্র নেতা মাসুদ রানা স্বাধীন প্রমুখ।