মদনে হেফাজত ইসলামের কমিটি গঠন

মদন-নেত্রকোণা প্রতিনিধিঃ
প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ । ৮:০৪ অপরাহ্ণ

মদন উপজেলা হেফাজত ইসলামের বাংলাদেশ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শাহী মসজিদে জেলা আহবায়ক মাওলানা আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব,মাওলানা মাজারুল ইসলাম। মদন উপজেলা কমিটি গঠনের মধ্যে দিয়ে তৃণমূল পর্যায়ে দলকে এগিয়ে নেয়ার জন্য সভায় আলোচনা করা হয়।

এ সময় সভায় বক্তব্য রাখেন, জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা নাজমুল ইসলাম, মদন উপজেলা হেফাজতে প্রধান উপদেষ্টা, মাওলানা মাসুম ইয়ার চৌধুরী।পরে নতুন কমিটি ঘোষণা করেন, জেলা হেফাজতের আহবায়ক মাওলানা আবুল কাসেম। নতুন কমিটি সভাপতি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা শফিকুল ইসলাম।
এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হেফাজতের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীগণ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন