বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ । ৮:২৯ অপরাহ্ণ

রাজশাহী বাঘায় আনিসুর রহমান (৪২) নামের এক কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা ‌। শনিবার (২৩ নভেম্বর) সকাল আটটায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান মাস্টারের আমবাগানে তার লাশ পাওয়া যায়। নিহত আনিসুর রহমান উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

ওই গ্রামের নিহতের চাচাতো ভাই কবি হাফিজুর রহমান ও তার (আনিসুর) স্ত্রী পারভিন জানান, গত শুক্রবার বিকালে মনিগ্রাম বাজারে যায় আনিসুর। পরে বাড়িতে ফেরা না দেখে রাতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয় পরিবারের লোকজন। পরের দিন শনিবার লোক মারফত জানতে পারে ওই আম বাগানে তার গলা কাটা লাশ পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরাত হাল রিপোর্ট তৈরি করে।

নিহতের পরিবার জানায়, তার ভাইরা রায়হান আলী পারিবারিক খরচের জন্য মনিগ্ৰাম বাজারে ছাগল বেচাকেনার স্থানে (ছাগল হাটা) পাঁচ হাজার টাকা দিয়েছিলেন। এই টাকার জন্য দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের চিহ্নিতকরণের তদন্ত করা হচ্ছে। সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার ও এলাকাবাসী জানায় সে একজন সরল সহজ মানুষ ছিল। নিহতের দুই মেয়েও এক ছেলে রয়েছে। বিবাহিত বড় মেয়ে আল্পনা খাতুন ডিভোর্সের কারণে বর্তমানে তার বাড়িতে আছে। মেজ মেয়ে মদিনা খাতুন বয়স সাত বছর ছেলে সোহাগ হোসেন বয়স এক বছর। সে কোন নেশায় আসক্ত ছিল না বলে পরিবার থেকে দাবি করা হয়।

বাঘা-চারঘাট সার্কেলের সিনিয়র এএসপি প্রণব কুমার জানান, খুব শিঘ্রই ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হবেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন