
জীবনের আপেক্ষিকা
মাওলানা শামীম আহমেদ
কারো কাছে আমি চরম বিশ্বাসী
কেউ অহেতুক বিশ্বাস করে না।
কারো চোখে আমি ঘৃণার পাত্র
কেউ দিচ্ছে ভালোবাসার আসিয়ানা।
কোথাও থাকছে চলে যাওয়া উৎসব
আমাকে কাঁদাবার অভিপ্রায়,
কেউ হয়তো আছে আজও
আমারি নিরলস অপেক্ষায়।
এ দুনিয়া বড়ো আজব জায়গা
সকলেই সকলের কাছে আপেক্ষিক,
কারো কাছে ভালো, কারো কাছে মন্দ
পরিমাপ হয় না কখনো ঠিক।
তুমি যখন আমাকে ভালোবাসো
মন্দও তো বাসে কেউ,
দুঃখ যখন দাও গো তুমি
হয়তো আমিও কারো সুখ