দুমকিতে জুলাইয়ের বিপ্লবে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

মেহেদী হাসান শান্ত, দুমকি প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ । ৭:৩৪ অপরাহ্ণ

চলতি বছরের জুলাই -আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা করেছে দুমকি উপজেলা প্রশাসন। বুধবার বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান, দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপি সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা প্রমূখ। আলোচনা সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহিদদের স্মরণে স্মৃতিচারণ করেন তাদের পরিবারের সদস্যরা।

এ সময় শহিদ মিলনের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী এবং শহিদ জসিম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে তার বাবা বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এছাড়াও আহতদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ও মোঃ রাকিবুল হাসান। এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নানা পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন