রাঙ্গামাটি বান্দরবান রোডে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটিঃ
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ । ৬:৫০ অপরাহ্ণ

রাঙ্গামাটি থেকে বান্দরবান রোডে রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া ডাকবাংলা পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন কলেজ ছাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ৪ জন।

চট্র মেট্রো মোটর সাইকেল গ্যারেজের সামনে
বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১.৪৫ টায় চন্দ্রঘোনা থেকে আসা আরমান পর্যটন পরিবহন প্রাঃ লিঃ এর ঢাকা মেট্রো ব-১৫-৫০০৬ নম্বরের গাড়িটি বান্দারবান থেকে আসা সিএনজির সাথে চট্র মেট্রো গ্যারেজের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শিরা জানান, বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্হলেই বান্দারবান সদর উপজেলার খোয়াইংগু পাড়ার ক্যচিংনু মারমার মেয়ে পাইমে মারমা (৪০) এর মৃতু হয়। এছাড়াও সিএনজিতে থাকা আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়। পুলিশ এবং স্থানীয়রা আহত যাত্রীদের আশপাশের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এসময় ঘটনাস্থল থেকে সিএনজির ড্রাইভার পালিয়ে যায় বলে জানান ঘটনাস্থলে থাকা স্হানীয়রা।

এবিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, নিহতের পরিবারকে আমরা খবর দিয়েছি। বাস-সিএনজি এবং বাসের ড্রাইভার ও হেলপারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন