ডোমারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডোমার প্রতিনিধি ॥
প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪ । ৭:৪৯ অপরাহ্ণ

মালবোঝাই ট্রাকের ধাক্কায় সেলিম আহমেদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার (৯ ডিসেমম্বর) বিকালে নীলফামারীর ডোমার উপজেলার শহরের পোষ্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সেলিম উপজেলার পশ্চিম বোড়াগাড়ীর কাকতলী গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাড়ি থেকে সেলিম আহমেদ মোটরসাইকেল চালিয়ে ডোমার বাজারে আসছিলেন। এ সময় বিপরিত দিক দিয়ে আসা মালবোঝাই ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।

পরে ফায়ার সার্ভিস এসে রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন