মনপুরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মনপুরা (ভোলা) প্রতিনিধি।।
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ । ১২:২৫ অপরাহ্ণ

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্নীতিবারোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মনপুরা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান।

দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মনপুরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান মাস্টার ও সাধারন সম্পাদক মনোয়ারা বেগম।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী’র সাধারন সম্পাদক মাওলানা মোঃ নুরুন্নবি মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম ও নদীরবাসি চন্দ্র দাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন