
নোয়াখালী বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অনুমোদন না থাকায় দুটি ইটভাটা সাময়িক বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় কৃষি জমি থেকে মাটি কেটে ব্যবহার করার অভিযোগে ইটভাটা দুটিকে ৫০ হাজার করে একলাখ টাকা জরিমানা করা হয়। সোমবার সকালে হাতিয়ায় পৌরসভায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার , সহকারী পরিচালক নুর হাসান সজিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন ও নোবাহিনীর সদস্যরা। পরে হাতিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মজহার উদ্দিন ব্রিকফিল্ড চরকিং সাফদার ব্রিকফিল্ডে অভিযান করা হয়। এসময় মজহার উদ্দিন ব্রিকফিল্ডকে ৫০ হাজার টাকা ও সাফদার ব্রিকফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, এই দুটি ব্রিকফিল্ডে আজ অভিযান করা হয়। এদের বৈধ কোন কাগজ পত্র নেই। তারা কৃষি জমি ব্যবহার করে ইট তৈরি করে। পরিবেশ আইনে তাদেরকে জরিমানা ও অনুমোদন না থাকায় সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।