
বান্দরবান সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ৮ই ডিসেম্বর রোববার সকালে বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কের কুক্ষংঝিরি এলাকায় একটি বেইলি সেতু ভেঙে পড়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী একটি যানবাহন পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। তবে দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়নি। সেতুর পাটাতন খুলে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যাত্রীরা সেতুটি হেঁটে পার হচ্ছেন এবং উভয় দিক থেকে যাত্রীবাহী বাস চলাচল করছে।
রুমা উপজেলা পরিবহন শ্রমিক সমিতির লাইনম্যন জানান, দুর্ঘটনার আগে শনিবার রাতেও সেতু দিয়ে যানবাহন চলাচল করছিল। তবে আজ সকাল থেকে রুমার উদ্দেশে যাত্রা করা কোনো যানবাহন সেতুটি পার হতে পারেনি।
বেইলি সেতুটি বান্দরবান জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার এবং রুমা উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। সেতুটির ভেঙে পড়ায় স্থানীয়দের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, সেতুটি মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
সেতুটি দ্রুত মেরামত করা না হলে বান্দরবান-রুমা সড়কে চলাচলরত মানুষ এবং পরিবহন ব্যবসায়ীরা আরও ভোগান্তির শিকার হতে পারেন।