কুষ্টিয়া বিজিবি সেক্টর সদর দফতরে ঢুকে বৈদ্যুতিক তার চুরি

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ । ১০:৪৬ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টর সদর দফতরে বৈদ্যুতিক (সার্ভিস) সংযোগের তার চুরির সময় মো. শামীম আহমেদকে (২৪) হাতেনাতে আটক করেছে বিজিবি। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক শামিম মিরপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মো. নুর ইসলামের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুষ্টিয়া সেক্টর সদর দফতরের মধ্যে ইলেকট্রনিক তার চুরি হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করা হয়। পরে চুরির বিষয়টি সে স্বীকার করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, কুষ্টিয়া সেক্টর সদর দফতরে ইলেকট্রনিক তার চুরির সময় মো. শামীম আহমেদ নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক যুবকের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন