নতুন জেলা প্রশাসক শামীম আরা রিনি

অসীম রায়( অশ্বিনী)
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ । ১০:৩৩ পূর্বাহ্ণ

বান্দরবান জেলার নতুন জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন শামীম আরা রিনি।

৬ ই জানুয়ারি সোমবার জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকার বদলের পর এর মাধ্যমে নতুন জেলা প্রশাসক পেলো বান্দরবান পার্বত্য জেলা।

জানা যায়, গত ৩০ ডিসেম্বর শামীম আরা রিনি কে কুষ্টিয়ার ডিসি হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার সেই প্রজ্ঞাপন বাতিল করে তাকে বান্দরবানে বদলি করা হয়। তিনি হবেন দ্বিতীয় নারী -বান্দরবান- র জেলা প্রশাসক। প্রথম নারী জেলা প্রশাসক ছিলেন – ইয়ামিন পারভিন তিবরিজি।

প্রসঙ্গত,

বান্দরবান জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন শাহ্ মোজাহিদ উদ্দিন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন