জামিন নিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ৮ নেতা

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ । ২:০৮ অপরাহ্ণ

জামালপুরে আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের আট নেতা। শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

সোমবার (৬ জানুয়ারি) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক গোমাল হোসেন রব্বানী, ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, ৪ নম্বর বালিজুরি ইউনিয়নের সাধারণ সম্পাদক মহির ডাক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতুয়ার রহমান, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হুসেন, ৭ নম্বর সিদুলী ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি রাকিব ও একই ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সম্পদ ও হাফিজুর মেম্বার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি জামিল হাসান তাপস আসামিদের জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন