অসহায় মানুষের পাশে- বিজিবি 

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান ""
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ । ৪:২৫ অপরাহ্ণ

বান্দরবানের থানচিতে অসহায় মানুষের মাঝে বিজিবি’র আয়োজনে মানবিক সহায়তা প্রদান।  

 

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অন্তর্ভুক্ত কমলা বাগান পাড়া, ডাকছৈ পাড়া, মনাই পাড়া, মুসলিম পাড়া ও হিন্দু পাড়ার প্রতিবন্ধী, বয়স্ক ও অসহায় মানুষের মাঝে নববর্ষের উপলক্ষে বিজিবি’র পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

 

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) জোন অধিনায়ক ও পরিচালক, লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন পিএসসি এসি, উপস্থিতিতে দেড়শতাধিক প্রতিবন্ধী, বয়স্ক ও অসহায় মানুষের মাঝে কম্বল ও চাল বিতরণ করেন। 

উপস্থিত ছিলেন, বলিপাড়া ব্যাটালিয়ন(৩৮ বিজিবি) সহকারী পরিচালক, মুন্সী এমদাদু্র রহমান, ৩৬১নং থাইক্ষ্যং মৌজার হেডম্যান মংপ্রু মারমা, অন্যান্য পাড়ার কারবারি ও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) দায়িত্ব পালনকারী কর্মকর্তাবৃন্দ।

 

জোন অধিনায়ক ও পরিচালক পাড়ার পরিদর্শন কালে বয়স্ক, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশাপাশি কোমলমতি শিশুদের ভালমন্দ খোঁজখবর নেন। তিনি বলেন  শান্তি সম্প্রীতি উন্নয়নের অংশীদার হয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অসহায় মানুষের পাশে আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও সবসময়ই পাছে থাকার আশ্বাস দেন। 

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন