সখিপুরে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা

মোঃ হাফিজুর রহমান , বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ । ৬:৪২ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখিপুরে সরকারি সংরক্ষিত ভূমিতে অবৈধ ভাবে মাটি উত্তোলনের অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(০৭ জানুয়ারি) বিকেলে উপজেলার প্রতিমা বংকী পূর্ব পাড়া এলাকার কেফাতুল্লার ছেলে মাটি ব্যবসায়ী মো: জামাল হোসেনকে ৮০ হাজার টাকা এবং কচুয়া গ্রামের কসিমউদ্দিনের ছেলে মোতালেব সিকদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারার লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ওই দুই মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন