বেলা বুঝি ডুবু ডুবু আজ
লেখক : শামীম আহমেদ
তারিখ:- ০৯/০১/২০২৫ খ্রিঃ
বেলা বুঝি ডুবু ডুবু আজ
পাড়ের সামান কই,
শত ব্যস্ততার ঝুট ঝামেলা
নিরব নিভৃতেই সই।
চলুন সবাই ব্যস্ততার মাঝে
পাড়েরে সামান জোগাই,
যেন পরপারে আল্লাহর দেয়া
সুখ শান্তি পাই।
দুনিয়া নিয়ে ব্যস্ত সবাই
দিনের খবর নাই,
দুনিয়ার সাথে চলুন সবাই
দিনের সামান জোগাই।
অধম শামীম কাব্যিক মনে
কাব্য রচে যাই
সবাইকে মন থেকে সালাম
আদাবো জানাই
আর সকলের কাছে দোয়া
আশির্বাদ চাই।