
নাটোরের লালপুরে বিশেষ অভিযান চালিয়ে হামিদুল (৩২) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে নাটোর জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার অর্জুনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নাটোর ডিবি পুলিশের ইন্সপেক্টর-২ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর-২ নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার অর্জনপুর মধ্যপাড়ায় ইসরাইলের আম বাগানে অভিযান চালায়। এসময় বাগানে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পলিথিনে মোড়ানো শুকনো ১কেজি গাঁজাসহ হামিদুল নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে অভিযানিক দলটি। গাজা ব্যবসায়ী হামিদুল অর্জুনপুর গ্রামের ইনছার আলীর ছেলে।
এ ঘটনায় লালপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।