ডোমারে গরু ব্যবসায়ীর ৩ লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাই

ডোমার প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ । ৬:৪৩ অপরাহ্ণ

নীলফামারীর ডোমার উপজেলা সোনারায় ইউনিয়নের ডোমার – বসুনিয়া হাট সড়কে জাল্লিরমোড় নামক স্থানে এক গরুর ব্যবসায়ীর নিকট থেকে তিন লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে আজ মংগলবার (২৮ জানুয়ারি) ভোর রাতে। আহত গরু ব্যবসায়ী আব্দুল কুদ্দুস (৪০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এব্যাপারে গরু ব্যবসায়ীর পরিবার জানায়,আমরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী বলেন, জাল্লিরমোড় নামক স্থানে ওই গরুর ব্যবসায়ীর নিকট থেকে তিন লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে ছিনতাইকারীরা।পুলিশ ঘটনা স্থলে এসে একটি হেলমেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ে গেছে।

এ ব্যাপারে ডোমার থানা অফিসার ইনচার্জ মো আরিফুল ইসলাম জানান, ফেসবুকে দেখে পুলিশ পাঠিয়ে ছিলাম। তারা লিখিত অভিযোগ করেনি এখনোও।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন