
নরসিংদীর শিবপুর উপজেলার
দুলালপুর ইউনিয়ন সিআরবি শাখার উদ্যোগে
৩ইং জানুয়ারি,সোমবার, বিকেলে দুলালপুর মোড়
কার্যালয়ে আলোচনা ও পরিচিতি সভায় দুলালপুর সিআরবি ইউনিয়ন শাখার সভাপতি, আবুনাঈমরিপন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন,সিআরবি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান মানিক,
এ সময় উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন সিআরবি
যুগ্ম আহবায়ক, ও বীর মুক্তিযোদ্ধা এফ, এম, নুরুল হক, সিআরবি সদস্যসচিব, মো: আসাদুজ্জামান পাঠান, যুগ্ম সদস্যসচিব, রোকন উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য, মো: কাউয়ুম ভূইয়া,সিআরবি সদস্য মো: নাসির উদ্দিন হাওলাদার, সিআরবি সদস্য,শরীফ হোসেন নাসির প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ক্রেতা সুরক্ষায় এই কমিটি দুলালপুর ইউনিয়নে ভুমিকা রাখবে।প্রশাসনের সহোযোগিতায়, দুলালপুর বাজার, গড়বাড়ী বাজার, লাকপুর বাজার,মনিটরিং করার কথা বলেন।এছাড়া দুলালপুর ইউনিয়নের সব বাজারে
পর্যায়ক্রমে মনিটরিং করা হবে।