
অপারেশন ডেভিল হান্ট’ নামে সারা দেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরেও অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় থানা মোড় এলাকা থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়েল রানা আক্কেলপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন,অপারেশন ডেভিল হান্ট’অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত আছে।