
লিয়াকত হোসেন জনী,মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
কালরাতের প্রথম প্রহরে টাঙ্গাইলের মধুপুরে স্থানীয় স্মৃতি সৌধে মোমবাতি জ্বালিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদের স্মরণ করা হয়। এসময় ঐ দিন নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
২৫ মার্চ সোমবার সন্ধ্যায় উপজেলা প্রসাশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি – ১ এর সভাপতি বজলুর রহমান খান চুন্নু , ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর , অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান , মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর, সাংবাদিক আকবর হোসেন, প্রভাষক নাজিবুল বাশার, প্রভাষক লিয়াকত হোসেন জনী, শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।