ভালো কথা গহীন অরণ্যে মিছে কথা চারপাশে,,

মোমিন ইসলাম সরকার
প্রকাশের সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ । ৯:৫৩ অপরাহ্ণ

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি:

কবিঃ- রেজাউল ইসলাম রেজা,,

ভালো কথা গহীন অরণ্যে
মিছে কথা চারপাশে,
সোনার ছেলেরা গেছে হারিয়ে
খারাপ খবর আসে কাগজের
পাতা ভরে ।
বর্বরতায় বাহবা পায় ক্ষেত্র বিশেষে ,
মন্দ মানুষের জবর-দখলে সব —
ভালো মানুষ গেছে হারিয়ে ।
স্বপ্ন ভেঙে গেছে,
দুঃস্বপ্ন বেঁধেছে গভীরে বাসা ।
চারিদিকে হা-হুতাশ
নগ্নতার রাহুগ্রাস, লুটপাটে অবক্ষয়।
সুনীতি বইয়ের পৃষ্ঠায় বন্দী,
রাজা -উজির খেলে যায়
প্রজা সকলে কষ্ট পায় ।
আনন্দ -কোলাহল গেছে হারিয়ে
নীরব -নিস্তব্ধতায় জনস্রোত থেমে,
বিক্ষোভ শুধুই আজ জনমনে ।
প্রতিষ্ঠা -প্রতিপত্তির লড়াইটা চলছে,
প্রতিরোধ-প্রতিবাদ পালিয়ে গেছে ।
নিঃশব্দে চলছে জীবন অবিরাম,
গভীর অন্ধকারে দাঁড়িয়ে গুনছি —
স্বপ্ন হরদম,
স্বপ্ন যেন থামে না আর ! !

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন