চরভদ্রাসনে অসহায় দরিদ্র দের মাঝে ইফতার বিতরণ করেছে চরভদ্রাসন থানা পুলিশ

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ । ১০:০০ অপরাহ্ণ

ফরিদপুরের চরভদ্রাসনে অসহায় দরিদ্র রোজদারদের মাঝে ইফতার বিতরণ করেছে চরভদ্রাসন থানা পুলিশ। সোমবার বিকেল পাঁচটার দিকে সদর ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে ইফতার বিতরণ করেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব।

সদর বাজার ব্রিজের উপর ৪০ জন দিনমজুর, রিকশাচালক ও পথচারিকে ইফতার বিতরণ করা হয়। পরে সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ও ওই এলাকার দরিদ্র ১১০ জনসহ মোট ১৬০ জনের মাঝে ইফতার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার এসআই ওয়াছেক মিয়া, এএসআই মো. দেলোয়ার মোল্যা, এএসআই মনিরুজ্জামান ও পুলিশ সদস্যরা।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন