
মোঃ শাহজাহান কবির প্রধান, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বোদা পাথরাজ সরকারি কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় বোদা পাথরাজ সরকারি কলেজ প্রশাসনের আয়াজনে বোদা পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া উল হক জমাদার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় ২৫মার্চের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কছিরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এ কে এম শফিকুল ইসলাম সহকারী অধ্যাপক, মোঃ আলতাব হোসেন সহকারী অধ্যাপক, মোঃ রুহুল আমিন লিটন সহকারী অধ্যাপক, মোছাঃ আনজুমান আরা বেগম সরকারি অধ্যাপক, মোছাঃ মেরিনা খাতুন সহকারী অধ্যাপক, মোঃ জান্নাতুল ফেরদৌস সহকারি অধ্যাপক সহ বোদা পাথরাজ সরকারি কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে বোদা পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ ইয়াহিয়াউল হক জমাদার বলেন আজকে ২৫ শে মার্চ সেই ভয়াল কালো রাত্রি আজকের এই দিনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাদের পরিবারের সকল শহীদদের প্রতি। সর্বশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়