
নরসিংদী জেলার শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ ২৭ইং মার্চ বুধবার কলেজ গেইট,শিবপুর বাসস্ট্যান্ড,ও শিবপুর মডেল থানার সামনে ৫০০জন রোজাদারদের মাঝে ইফতার বিতরণ শেষে ডাকবাংলোতে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে ইফতার করেন।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুহসীন নাজির, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ভুলু মাস্টার, আলমগীর হোসেন মৃধা (আঙ্গুর), মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব ফরহাদ আলম ভূঁইয়া, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, মাছিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির উদ্দিন, বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মাস্টার প্রমুখ।এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।