টাঙ্গাইল সখীপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল চালকের

মোঃ হাফিজুর রহমান
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ । ৯:২৭ অপরাহ্ণ

মোঃ হাফিজুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মিল্টন মিয়া (৪০) নামের এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রাইভেটকার চালক মিল্টনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত প্রাইভেটকারের চালক মিল্টন মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের মো. মোতাহার মিয়ার ছেলে।
এ ঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের স্বজনের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন