নাজাত যেন মেলে

মাহবুবা আক্তার মিমি।
প্রকাশের সময়: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ । ৩:৪১ অপরাহ্ণ

মাহবুবা আক্তার মিমি।

অমূল্য এক রত্ন যখন
দিলেন আমায় রব
ভুলে গেছি লেখালেখি
ভুলে গেছি সব।

দুচোখের জল দেয় মুছে যে
কোমল দুটো হাত
তাকে নিয়েই কাটে আমার
সকাল-সন্ধ্যা, রাত।

সবকিছুই নিয়েছি মেনে
শুধু যে ওর জন্য
মা হতে পেরেছি বলে
নারী জীবন ধন্য।

তাকে ঘিরেই এখন যেন
আমার পুরো ভুবন
তাকে নিয়ে স্বপ্ন যেন
আল্লাহ করেন পূরণ।

দুঃখগুলো নিমিষেই শেষ
দেখলে কচিমুখ
ভুবনমাঝেই পাই যে তখন
জান্নাতি এক সুখ।

হয়নি দেয়া খুশির খবর
যাদের সময়মত
ক্ষমা করে দিও আমায়
বন্ধু-বান্ধব যতো।

সৎ দ্বীনদার হাফেজ আলেম
হয় যেন মোর ছেলে
আখিরাতে তার উছিলায়
নাজাত যেন মেলে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন