
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা প্রতিনিধি) :
নেত্রকোণা বারহাট্টা উপজেলা নুন আন্তে পান্তা ফুরায় বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের গুমুরিয়া গ্রামের ৯০ বছর বয়সী জয়রতের নেসা ।১৯৭২ সালে মারা যান তার স্বামী । ৫২ বছর আগে স্বামীর রেখে যাওয়া খুপড়ী ঘরে বসবাস করতেন তিনি। স্বপ্ন ছিল ওই জমিতে একটি ঘর নির্মাণ করবেন। তার এ স্বপূরণে এগিয়ে এলেন আসমা ইউনিয়নের কৈলাটি গ্রামের আমেরিকা প্রবাসী আব্দুস সালাম খান সেলিম।
বৃদ্ধা জয়রতের নেসা বলেন, ৫২ বছর আগে আমার স্বামী মারা যান,আমি বিধবা নারী। আমার জমিজমা কিছুই নেই। স্বামীর রেখে যাওয়া খুপড়ী ঘরেই বসবাস করতাম। বর্ষার সময় বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি জমে পুকুরের মতো হয়ে যেত।আমাকে ওই প্রবাসী যে ঘরটা দিয়েছে এটা ট্রিনসেট ঘর। আমি উনার পরিবারের সবার দীর্ঘায়ু কামনা করি।
বারহাট্টা উপজেলার মানবকন্ঠের প্রতিনিধি আফজাল হোসেন বলেন এই বৃদ্ধা ৩ বছর আগে মোটরসাইকেল দূর্ঘটনায় নিজের ডান হাত ভেঙ্গে ফেলেন। কিন্তুু টাকার অভাবে চিকিৎসা না করাতে পারায় সেটা ভালো হয়নি।আমি উনার সার্বিক দূরাবস্থার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে বারহাট্টা উপজেলার কৈলাটি গ্রামের ওই আমেরিকা প্রবাসীর নজরে পরে।উনার একান্ত প্রচেষ্টায় আমরা ওই বৃদ্ধাকে আজ ঘরটি বুঝিয়ে দেই।
আমেরিকা প্রবাসী আব্দুস সালাম খান সেলিম বলেন আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনে যতটুকু সম্ভব সহযোগিতা করেছি।এভাবে দেশের অহসায় গরীব মানুষদের পাশে থাকতে পারলে হাজার মাইল দূরে থাকলেও অনেকটাই প্রশান্তি লাগে।