
ফরিদপুরের ভাঙ্গায় সকালের সূর্য উঠতে না উঠতেই দুই গ্রুপের মধ্যে রক্ত খুনি সংঘর্ষের২৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সকাল সাড়ে ৬ টার দিকে এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকার সাইমুন সেক ও সিরাজ মিয়ার ফসলি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরপরে ঐ জমিতে সিরাজ মিয়া ধান রোপন করে। গত (১ মে) বুধবার সেই ধান ক্ষেতের ১৪ শতাংশ ধান সাইমুন সেকের লোকজন কেটে নেয়। এর পর সিরাজ সেক ভাঙ্গ থানায় মামলা করলে সাইমুন সেকের লোকজন বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে আসেন। এর পরেই গতকাল রাতে দুই গ্রুপ সংঘর্ষের প্রস্তুতি নেয় । পরবর্তীতে ভাঙ্গা থানা পুলিশ এসে দুই গ্রুপের লোকজন কে সংঘর্ষ থেকে নিবৃত্ত করে । কিন্তু আজ আবার সকাল বেলায় সাইমুন সেখ ও কুদ্দুস মুন্সীর দলের সংঘর্ষে লিপ্ত হয়। এসময় দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষ করে এতে দুই গ্রুপের ২৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনে ভর্তি করেন।
এই বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. কবির মোল্লা জানান, আমার বিট হামেরদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় সংঘর্ষের ঘটনা সংগঠিত হয়। এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।