
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত’র ব্যাপক গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় গনসংযোগ করেন। গনসংযোগকালে তিনি ভোটারদের কাছে কাছে গিয়ে কুশল বিনিময় শেষে ভোট চান।
দুলাল চন্দ্র মহন্ত ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি। গত উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। কোথাও আপনাদের সম্মান ক্ষুন্ন হয় এমন কাজ করিনি। এ বছর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন গ্রাম শহরে বাস্তবায়ন করা হবে। আমি সবসময় আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আগামী ৫ ই জুন আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে জনগনের দৌঁড়গড়ায় কাঙ্খিত সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন- ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়নের যুবলীগের সভাপতি বৈদ্যনাথ মহন্ত,১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হানিফ, ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল, ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রেজওয়ান শেখ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।