মদনে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

মদন(নেত্রকোনা)প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ । ১:১৩ পূর্বাহ্ণ

নেত্রকোনার মদনে সোমবার পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। রেন্ট্রি গাছ থেকে পড়ে লিমি আক্তার (১০) নামের এক শিশু ও হিট স্ট্রোক করে নূরুজ্জামান (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। লিমি আক্তার উপজেলার পদমশ্রী (মনিকা) গ্রামের শামীম মিয়ার মেয়ে। নূরুজ্জামান খাগুরিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, লিমি আক্তার রেন্ট্রি গাছ থেকে পাখির বা”চা সংগ্রহ করতে গিয়ে ডাল ভেঙে মাটিতে পরে যায়। লোকজন তাকে উদ্ধার করে দ্রæত মদন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপর দিকে নূরুজ্জামান হাওর থেকে খড় আনতে গিয়ে প্রচন্ড গরমে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম খান জানান, হিটস্ট্রোকে মারা যাওয়া নূরুজ্জামানকে হাসপাতাল থেকে স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। গাছ থেকে পড়ে মৃত লিমা আক্তারের ঘটনা তদন্ত চলছে। তবে পরিবারের কোন আপত্তি না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে তবে থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন